নেত্রকোনার কেন্দুয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে গানে গানে নৌকার প্রচারণা চলছে। নৌকার পক্ষে এই ব্যতিক্রমী প্রচারের আয়োজন করেছেন কবি ও সাংবাদিক মাইনউদ্দিন সরকার রয়েল। প্রচার প্রথম দিন শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা রাত পর্যন্ত উপজেলার কান্দিউড়া ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় নৌকার প্রচার করা হয়। পিকআপ ভ্যানে মাইক ও বাদ্যযন্ত্র নিয়ে গান পরিবেশন করেন বেতার ও টিভি শিল্পী দিলবাহার খান,আবুল বাশার তালুকদার,অলিউল্লাহসহ কয়েকজন স্থানীয় শিল্পী। এসময় শিল্পীরা গানে গানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ “জয় বাংলা, জিতবে এবার নৌকা”। “শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন”। কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী
তাপস ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন। নতুন আঙ্গিকে ভোট চাওয়ার এ পদ্ধতি ইতিমধ্যে ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তাছাড়া নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, অতীতের মতো এবারো ভোটের মাঠে রিকশায় বা সিএনজিতে (অটোরিকশা) মাইক বেঁধে চলছে প্রচারণা। তবে এবার একটু ভিন্ন। যুগের সাথে তাল মিলিয়ে পাল্টে গেছে নির্বাচনী প্রচার-প্রচারণার চিত্র। পুরানো পদ্ধতির চেয়ে অনেকটা ডিজিটাল আকার ধারণ করেছে এবারের প্রচারণায়। ভোটারদের আকৃষ্ট করতে মেমোরি কার্ডে ধারণ করা গান বাজিয়ে নির্বাচনী এলাকায় প্রচারণা চালানো হচ্ছে। এসব প্রচার পজিটিভ ভাবে নিলেও ভেঁপু বাঁশি আওয়াজকে খুবই বিরক্তিকর জানায় ভোটাররা। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিত হচ্ছে।