নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার পৌরসভাস্থ আইথর গ্রামে লোক ঐতিহ্যের প্রবাদ পুরুষ ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্র কুমার দে এর স্মৃতিফলকের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বেলা বারোটার দিকে নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় এ ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন।
এ সময় কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঁঞা,কেন্দুয়া উপজেলা ভূমি কর্মকর্তা রাজিব হোসেন, কেন্দুয়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ রণেন সরকা, চন্দ্র কুমার দে স্মৃতি পরিষদের সভাপতি ও কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁঞা, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আল মামুন কোকিল,সাংগঠনিক সম্পাদক পাপ্পু সেন,কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা,দৈনিক জনকন্ঠের জেলা প্রতিনিধি ছড়াকার সঞ্জয় সরকার, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দি বাংলাদেশ টুডে এর কেন্দুয়া প্রতিনিধি কবি ্মাঈন উদ্দিন সরকার রয়েল, কবি আয়েশ উদ্দিন ভূঁইয়া, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ্জিয়াউর রহমান জীবন, জেলা যুবলীগ সদস্য আব্দুল ওয়াহাব ঝুটন,সমাজসেবক মামুনুল খান হলি,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ,কেন্দুয়া পৌরসভার কাউন্সিলর গোলাম জিলানী,আব্দুল হামিদ,পারুল আক্তারসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।