কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার শোবার ঘর থেকে টিসিবির (সরকারি) চাল,ডাল ও তেল উদ্ধার করেছে যৌথবাহিনীর একটি দল।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে পাইকুড়া ইউনিয়নের বাড়লা গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে উক্ত ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হাসেম ভূঁইয়ার শোবার ঘর থেকে ৭২ লিটার তেল,১৮০ বস্তা চাল ও ৭০ কেজি মসুর ডাল উদ্ধার করা হয়।
এসময় আবুল হাসেম ভূঁইয়াকে আটক করে যৌথবাহিনী। পরে দুপুর দিকে জব্দকৃত মালামালসহ আবুল হাসেমকে কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর মদন অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাহাদাত হোসেন।
স্থানীয় ও যৌথবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২অক্টোবর) পইকুড়া ইউনিয়নের মিয়া হোসেন মার্কেটে টিসিবির পণ্য সরবরাহের জন্য পরিবেশক মালামাল নিয়ে যায়। এসব মালামাল প্রকৃত উপকারভোগীদের মাঝে বিতরণ না করে ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হাসেম ভূঁইয়া তার লোকজনসহ মালামাল বাড়িতে নিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন সেনাবাহিনীর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। বৃহস্পতিবার সকালে মদন অস্থায়ী ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো: সেলিম মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় পাইকুড়া ইউপি’র বাড়লা গ্রামের আবুল হাসেম ভূঁইয়ার শোবার ঘর থেকে টিসিবির পণ্য উদ্ধার ও আবুল হাসেম ভূঁইয়াকে আটক করে কেন্দুয়া থানা পুলিশের হাতে সোপর্দ করেন। এ ব্যপারে টিসিবির পরিবেশক মামুন মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কেন্দুয়া উপজেলা বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, আমরা এ বিষয়ে কঠোর অবস্থানে আছি। কেউ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করবে তার কোন ছাড় নেই। শুক্রবার (৪অক্টোবর) বিকালে উপজেলা বিএনপি’র মিটিং ডাকা হয়েছে,সেখানেই আবুল হাসেমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।