নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগমের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেনী পেশার নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা রবিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ইউএনও মাহমুদা বেগম। মত বিনিময় সভায় স্ব স্ব অবস্থান থেকে আগামীর কেন্দুয়া বিনিমার্ণে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিগণের মধ্যে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঁঞা, সহকারি কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, ওসি কাজী শাহ নেওয়াজ, ইউপি চেয়ারম্যান মোঃ জাকির আলম ভূঞা, আব্দুস সালাম বাঙ্গালী ও কামরুজ্জামান খান সোহাগ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, প্রাক্তন কমান্ডার মোঃ গোলাম জিলানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মেহেদি হাসান মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবীর, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাট্যকার রাখাল বিশ্বাস, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কাশেম আকন্দ, ক্রীড়া সংস্থার সম্পাদক আশরাফ উদ্দিন ভূঞা, উদীচী শিল্পী গোষ্ঠির সাধারন সম্পাদক মহিউদ্দিন সরকার, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাইন উদ্দিন সরকার রয়েল প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, কেন্দুয়াকে সামনের দিকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা করতে হবে। তিনি বলেন, সর্বস্তরের মানুষকে নিয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করার যথেষ্ট সুযোগ আছে, এজন্যেই সকলকে এগিয়ে আসার আহবান জানাই।