নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। শনিবার সকাল দশটায় কেন্দুয়া উপজেলা পরিষদ হল রুমে এ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঁইয়া, মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী, সাংবাদিক রাখাল বিশ্বাস,কৃষি কর্মকর্তা শাহজাহান শাহজাহান, মৎস্য কর্মকর্তাসহ অন্যান্যরা।
পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।