নেত্রকোনার কেন্দুয়ায় গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে টিভিতে আইপিএল ক্রিকেট খেলা দেখার নামে জুয়া খেলারত ৩০জন জুয়ারীকে গ্রেফতার করেছেন কেন্দুয়া থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের বঙ্গবাজারে রোববার গভীর রাতে।
এসময় ১৪ হাজার ৯শত টাকা ও ১টি এলইডি টিলিভিশন জব্দ করা হয়েছে বলে পুলিশ জানান। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর দিকে গ্রেফতারকৃতদের নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে। কেন্দুয়া, নান্দাইল, নেত্রকোনা সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের গ্রেফতারকৃতরা হলেন মোঃ জীবন মিয়া গ্রাম চাপুরী, কুদ্দস মিয়া, রিপন মিয়া, জাহাঙ্গীর হোসেন গ্রাম- ফতেপুর, মামুন মিয়া গ্রাম- বিরামপুর, আশিক আহমেদ, ইনচান মিয়া রজত চিকনী, আশরাফুল ইসলাম, বায়েজিত মিয়া, আরিফ হোসেন গ্রাম পূবাইল, শামছুল হক গ্রাম ভাটলাড়া, উমর সানি গ্রাম- বীরমহুরী, মাহানুর হুদা গ্রাম- ভাটলাড়া, আল আমিন গ্রাম ফুলবাড়িয়া চরপাড়া, আনোয়ার হোসেন গ্রাম বাঁশাটী, হুমায়ূন হোসেন গ্রাম- বনুড়া, মোঃ রায়হান, নাজমুল হোসেন গ্রাম- বনুড়া, আঃ মতিন গ্রাম- বনুড়া, আলী হাসান মোজাহিদ গ্রাম- বনুড়া, স্বপন মিয়া গ্রাম- বনুড়া, রাসেল মিয়া গ্রাম- বিষ্ণপুর, গোলাপ মিয়া গ্রাম- শ্রীপলতলা, আসাদুল্লাহ গ্রাম- দশাশিয়া, মনির হোসেন গ্রাম- সুন্দাইল, লিয়ন মিয়া গ্রাম- মধুপুর, আনোয়ারুল হক গ্রাম- গাড়াইল, আজিজুল হক, রাজন ভূঞা গ্রাম- গাবর কালিয়ান, নেপাল চন্দ্র বর্মন গ্রাম- পরগাতী।
বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুজন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবাজারে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইউপি সদস্য আমির হামজার চায়ের দোকান থেকে টিভিতে আইপিএল ক্রিকেট খেলায় জুয়াখেলারত ৩০ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ সময় একজন পালিয়ে যায়। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতাকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে।