নেত্রকোনার কেন্দুয়ায় শিলাবৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার হতাশায় ভূগে ১জন এবং অর্থনৈতিক সমস্যায় অপর একজন পৃথক স্থানে আত্মহত্যা করেছেন। এর মধ্যে ১ জনের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে।ঘটনা দুইটি ঘটেছে শনিবার (১৬এপ্রিল) সকালে এবং রাতে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, রোয়াইলবাড়ি ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত মারফত আলীর ছেলে ইদ্রিছ মিয়া (৬০) হঠাৎ শিলাবৃষ্টিতে তার ক্ষেতের ফসল নষ্ট হওয়ায় হতাশা গ্রস্থ হয়ে পড়েন। শনিবার সকাল ৭টার দিকে সকলেো আগোচরে বাড়ির সামনের কাঁঠাল গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয় এবং ইউডি মামলা করা হয়েছে।
অপর দিকে শনিবার রাতে উপজেলার দলপা ইউনিয়নের জল্লি গ্রামের মৃত হাসিম উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন (৬০) প্রতিবেশী নজরুল ইসলামের বাড়ির একটি বনজাম গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের বরাত দিয়ে কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, অভাব-অনটনের জন্য কৃষিকর্মি গিয়াস উদ্দিন হতাশায় ভূগছিলেন।শনিবার রাত অনুমান ৯টার দিকে পাশের বাড়ির নজরুল ইসলামের একটি বনজাম গাছে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ ব্যাপারে তার ছেলে আব্দুর রব বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।পুলিশ মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে প্রেরণ করেন।