বঙ্গমাতা উইমেন্স কর্ণারের শপথ,নারী উন্নয়ন ও ক্ষমতায়নে দেখাবে পথ; শ্লোগানকে সামনে রেখে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্ণারের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন খন্দকারের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণে কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়,কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গনমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।