নেত্রকোনার কেন্দুয়ায় ভাতিজির বিয়ে নিয়ে মামাত ও ফুফাত ভাইদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও বৃদ্ধসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সোহাগপুর গ্রামের সফরউদ্দিনের ছেলে আসাদুল ইসলাম (৪০) এবং মৃত আব্দুর রহমান ভূঞার ছেলে সাইকুল ইসলামকে আটক করে নেত্রকোনা আদালতে সোপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬এপ্রিল) বিকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের সোহাগপুর গ্রামে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, শনিবার দুপুরে সোহাগপুর গ্রামের আসাদুল ইসলামের ভাতিজির বিয়ের জন্য বরের লোকজন আসেন। এদিন পাশের বাড়ির মামাত ভাই সাইকুল ইসলামকে দাওয়াত দেওয়া হয়। তিনি এলে বিয়ের আলোচনার এক পর্যায়ে মামাত ফুফাত ভাই আসাদুল ইসলাম ও সাইকুল ইসলামের মাঝে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের লোকজন মারামারিতে লিপ্ত হন। এ সময় আসাদুলের পক্ষের সফরউদ্দিন (৮০),ললিতা (৬২),শহিদুল ইসলাম (৫৫) এবং সাইকুল ইসলামের পক্ষের তাজমহল (৫০),জুয়েল মিয়া (৩৫) ও জিয়া (৩৭) মারাত্মহ আহত হয়। আহতদের উদ্ধার করে স্বজনরা কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় উভয় পক্ষের আসাদুল ইসলাম ও সাইকুল ইসলামকে ৫৪ ধারায় আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।