কেন্দুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিতে আরও দুজন যুগ্ম আহবায়ক নিযুক্ত করেছে জেলা কমিটি। নতুন নিযুক্ত দুই যুগ্ম আহবায়ক হলেন, মোঃ শাহ জালাল ও কামরুজ্জামান নিউটন।
গত মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবে নবনিযুক্ত দুই যুগ্ম আহবাহক উপস্থিত হয়ে সাংবাদিকদের হাতে কমিটির কাগজ তুলে দেন।
এ সময় কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন, সাবেক সভাপতি আবুল কাশেম আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবনসহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৫ ডিসেম্বর কেন্দুয়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।