নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় আওয়ামীলীগ এর ১০৪ জন নেতা কর্মীর নামে একটি মামলা দায়ের হয়েছে।
গত বৃহস্পতিবার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের আতাউর রহমান কাদেরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, ভোটকেন্দ্র থেকে জোর করে বের করে দেয়া, দোকনে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘঠনা বর্ননা দিয়ে এ অভিযোগটি দায়ের করা হয়েছে।
মামলা এজাহারে বাদীর বর্নিত সূত্রে জানা যায়,বিগত ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন ভুঞা দুলালের নির্বাচনি এজেন্ট হিসাবে সায়মা শাহজাহান একাডেমী কেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন আতাউর রহমান কাদেরী।মামলার এজাহারে বলা হয়েছে ২০১৪ সালে ২৭ শে ফ্রেব্রুয়ারি নির্বাচন চলাকালীন সময়ে বর্তমান উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ও সদ্য সাবেক পৌর মেয়র আসাদুল হক ভুঞার নেতৃত্বে একদল লোক আতাউর রহমান কে ভোটকেন্দ্র থেকে জোর করে বের করে দেয়। পরে তিনি ভোট কেন্দ্রের মাঠে অবস্থান করাকালীন সময়ে আসাদুল হক ভুঞা থাকে পিটিয়ে পা ভেঙ্গে দেন। পরবর্তিতে উপস্থিত স্থানীয়রা থাকে উদ্ধার করে কেন্দুয়া নতুন বাসষ্ঠ্যান্ড এ মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স নামক সিমেন্টের দোকানে নিয়ে যায়।
সেখানে গিয়েও একদল লোক হামলা চালায় এবং আড়াই লাখ টাকা নিয়ে যায়।এজাহারে আরও উল্লেখ করা হয়েছে দোকানের সামনে আতাউরের একটি ১৫০ সিসি লাল রংয়ের বাজাজ মোটরসাইকেল সহ সিমেন্টের বস্তা,কম্পানির প্রায় ১০ টন রড সহ সাড়ে ১১ লাখ টাকার মাল পত্র নিয়ে যায়।
মামলার বাদী আতাউর রহমান কাদেরী জানান দীর্ঘদিন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ধাকায় থানায় গিয়ে মামলা করার তিনি কোন সুযোগ পাননি। বর্তমানে আওয়ামীলীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় এবং পুলিশ বর্তমানে নিরপেক্ষ ভুমিকা পালন করায় থানায় হাজির হয়ে মামলা দায়ের করতে পেরেছেন।