বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কৃষিবিদ সমীর চন্দ ও তার পরিবার বর্গের সদস্যদের সুস্থ্যতা কামনায় জেলা লকৃষকলীগ নেতা মোঃ মোতালেব খান রানার উদ্যোগে দোয়া মাহফিল ও মাস্ক বিতরন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বাদ আসর জেলার রৌহা ইউনিয়নের জামতলা বাজার এলাকায় মোতালেব খান রানার ব্যক্তিগত কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে করোনা আক্রান্ত কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি ও কৃষিবিদ সমীর চন্দ্র ও তার পরিবার বর্গের সদস্যদের সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে সবাইকে বিধিনিষেধ মেনে চলার আহব্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি রৌহা ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক পল্লি ডাঃ মোঃ বাদশা মিয়া সহ সভাপতি কামরুল হাসান আকন্দ সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন আলাল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ছিলেন।