অবৈধভাবে সরকারি বেসরকারি জমি দখলের প্রতিযোগিতার যেন শেষ নেই ।
নেত্রকোণার খালিয়াজুড়ী উপজেলায় নগর ইউনিয়নে আদমপুর গ্রামের প্রভাবশালী কুচক্রী মহলের প্রশ্রয়ে দুর্বৃত্তায়ন ভূমিখেকু কেতু বিশ্বাস, সেতু বিশ্বাস ও বারেন্দ্র বিশ্বাস গংদের অবৈধভাবে ধানি জমি দখলের অভিযোগ পাওয়া গেছে । সরেজমিনে জানা গেছে, একই গ্রামের মৃত রাম চরণ সরকারের
ছেলে ডাঃ কৃষ্ণ কান্ত সরকারের ৩০ শতাংশ ধানি ক্ষেত জোরপূর্বক দখলের পাঁয়তারা করছে দুর্বৃত্তরা। এর আগে কেতু সেতু বিশ্বাসের বাবা রাখাল বিশ্বাসও ০১ খতিয়ানের সরকারি ৪০০ শতাংশ ভূমি দখল করে নেয় ।
এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মাপজোকের পর এই ৩০ শতাংশ ভূমি ডাঃ কৃষ্ণ কান্ত সরকারকে তার জমি ফেরত দেয়া হয় । এ সালিশীর স্বাক্ষী বারেন্দ্র তালুকদার , মৃদুল ভৌমিক, হরচরণ , শুধাংশু সরকার সহ এলাকাবাসী জানায় , ক্রয় সূত্রে এই ৬৩ শতাংশ জমির মালিক ডাঃ কৃষ্ণ কান্ত সরকার। নিয়ম অনুযায়ী খরিদকৃত দলিল সহ সকল কাগজপত্রাদি তার রয়েছে । তা সত্ত্বেও,কেতু সেতু বিশ্বাস অহেতুক প্রভাবশালী কুচক্রী
মহলের প্রশ্রয়ে দুর্বৃত্তায়ন করে যাচ্ছে। উক্ত ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
ভূক্তভোগী অসহায় ডাঃ কৃষ্ণ কান্ত সরকার বলেন , আদমপুর মৌজায় ১০৩৮ নং দাগে(পুরাতন দাগ নং -২৩১ ) ক্রয়কৃত সম্পত্তি নিজ নামে খারিজমূলে দলিল , খারিজ ,আর ও আর সহ ০১ একর ৬০ শতাংশ জমির দলিল আছে । অফিসিয়ালি ভূলবশতের জন্য আইনি
সমাধান প্রক্রিয়াধীন রয়েছে । আমার ভোগদখলি নিজ জমিন চাষাবাদ অবস্থায় সেতু গংদের বাঁধার সম্মুখীন হচ্ছি এবং আমাকে হামলা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে । এ ব্যাপারে ন্যায় বিচারের স্বার্থে আদালতে ফৌজদারি কার্যবিধি ১৪৫ , ১০৭ ,১১৭(৩) ধারায় মামলা দায়ের করি যা আদালতে চলমান রয়েছে।
এই বিষয়ে জানতে কেতু সেতু বিশ্বাসের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।