ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (১১ নভেম্বর) শুক্রবার সন্ধ্যা ৭ টায় উপজেলা শিল্পকলা একাডেমির হল রুমে গৌরীপুরের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের সাংস্কৃতিক ব্যাক্তি বর্গের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদ এম.এ হাই এর সভাপতিত্বে এবং এবং আ্যামিউজ শিল্পী গোষ্ঠীর সভাপতি হারুন উর রশীদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তন এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল মালেক সরকার, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সেলিম, ধীরেন্দ্র বর্মন ও নুরু মিয়া সাংস্কৃতিক সংগঠন এর প্রতিষ্ঠাতা পরিচালক যতীন্দ্র চন্দ্র বর্মন, আ্যামিউজ শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান স্বপন, সাধারন সম্পাদক তপন সরকার, সারেগামা সংগীত একাডেমির পরিচালক প্রদীপ সরকার রানা,গৌরীপুর শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি ও সাংবাদিক শেখ বিপ্লব, নবীন সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুপক রঞ্জন উকিল,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কাজী সেতাউল হাসান সহ প্রমুখ। আলোচনায় সকল সাংস্কৃতিক সংগঠন এবং শিল্পী কলাকুশলীদের এক সুতোয় গাঁথার জন্য একটি প্লাটফর্ম গঠনের লক্ষ্যে মত বিনিময় করা হয়। মত বিনিময় ও আলোচনায় সকলেই স্বতঃস্ফুর্তভাবেসম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনের জন্য একমত পোষণ করেন।