ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের (পুরুষ-মহিলা) শুরু হয়েছে। মঙ্গলবার(০৮ নভেম্বর) দুপুরে গৌরীপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অচিন্তপুর ইউনিয়নের ড. এম আর করিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মৌলিক প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
গৌরীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন। ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালায় পুরুষ-মহিলাসহ মোট ৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।
এসময় ইউএনও বলেন, যারা প্রশিক্ষণ নিচ্ছেন তারা মনোযোগ সহকারে অংশ গ্রহণ করবেন যাতে করে ভবিষ্যৎ জীবনে এ প্রশিক্ষণ কাজে লাগানো যায়।