ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের দায়িত্ব সম্পর্কে আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং অনূষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গৌরীপুর হাসান মারুফ।আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী।
পূজায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের উদ্দেশ্যে ইউএনও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বাংলাদেশ পৃথিবীতে মাথা উঁচু করে আছে। শারদীয় দুর্গোৎসবে উপজেলার পৌরসভাসহ দশটি ইউনিয়নে ৫৮টি পূজা মন্ডপের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পূর্ণার্থীসহ মন্ডপে আগত সর্বসাধারণের জানমাল রক্ষার দায়িত্ব পালনে আপনাদেরকে সচেষ্ট থাকতে হবে। কারও কোন সমস্যা হলে আমাকে ফোন করে জানাতে হবে। এসময় উপজেলা আনসার-ভিডিপি’র সকল ইউনিয়নের পিসি ও এপিসিবৃন্দ উপস্থিত ছিলেন।