উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন লেখাপড়ার পাশাপাশি খেলা ধুলার মাধ্যমে সুস্থ সবল জাতি গড়া সম্ভব।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ডাঃ এম আর করিম হাই স্কুল, বেতান্দর উচ্চ বিদ্যালয়, ভালুকাপুর উচ্চ বিদ্যালয়, মাওহা উচ্চ বিদ্যালয়, বেলতলী দাখিল মাদরাসা, বালিজুড়ী উচ্চ বিদ্যালয়, বড়ভাগ উচ্চ বিদ্যালয়, পুমবাইল ফজলুল উলুম ফাযিল মাদরাসা, রামগোপালপুর পি.জে.কে উচ্চ বিদ্যালয়, কাউরাট আকবর আলী দাখিল মাদরাসা, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয় ,সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় , লংকাখোলা উচ্চ বিদ্যালয় , কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ,ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঝে ফুটবল,ক্রিকেট ও ক্যারাম খেলার সরঞ্জাম সহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।