১১ নভেম্বর ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে উপজেলা যুবলীগের সকল স্তরের নেতা, কর্মীরা অংশ গ্রহন করেন।
উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয় কালিখলায় দুপুর ২ টায় সকলে সমবেত হয়।
উপজেলা যুবলীগ এর সভাপতি মোঃ সানাউল হক ও উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।