ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (১৯ এপ্রিল) বুধবার বিকেলে স্থানীয় নেক্সাস রেস্টুরেন্টে এ.সি.আই মটরর্স এর ইফতার মিট-আপ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিট-আপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ,সি,আই মটরর্স ইয়ামাহা এফ জেড- এস ভার্সন-২,ভার্সন-৩ এর সম্মানিত কাস্টমার, সাবেক পৌর কাউন্সিলর আবদুল কাদির, ইসলামাবাদ মাদ্রাসার শিক্ষক মোঃ এমদাদুল হক, প্রেসক্লাবের সহ সভাপতি আলী হায়দার রবিন, ইয়ামাহা রাইডার ক্লাব (গৌরীপুর) এর প্রধাম সমন্বয়ক নাহিদ শাহ সুধী সমাজের ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপক শংকর ঘোষ পিলুর সঞ্চালনায় এ.সি.আই মটরর্স এর সিনিয়র টেরিটোরি অফিসার মোঃ ইসমাইল খলিল জানান, ময়মনসিংহ জেলার গৌরীপুর হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেলের এক অন্যতম ব্যবসায়ী জায়গা। মুলত তাই আমাদের গ্রাহকদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন। তিনি তার বক্তব্যে আরও বলেন সামনে ঈদ আগত তাই প্রত্যেকে নিজেদের সেপ্টি বজায় রেখে বাইক ড্রাইভ করবেন।
পরিশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে দোয়া ও ইফতার গ্রহনের আমন্ত্রণ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।