ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় রবিবার (৪ সেপ্টেম্বর) নরোত্তম সংঘের উদ্যোগে শ্রীশ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির আঙ্গিনায় রাধাষ্টমী ব্রত পালিত হচ্ছে। ৪ দিন ব্যাপী এই উৎসব শুরু হয় ১ সেপ্টেম্বর শুক্রবার শ্রীমদ্ভাগবত পাঠ এর মাধ্যমে। শনিবার শুভ অধিবাস এবং রবিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চতুস্প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন। আগামীকাল সোমবার মহাপ্রসাদ বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি। অনুষ্ঠান সম্পর্কে কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাস বলেন বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হলেও কৃষ্ণ সখি রাধারাণীর জন্মতিথি সেরকমভাবে উদ্ যাপন করা হয় না, কিন্তু বাংলাদেশে আমরা এ দিনটি বিশদভাবে পালন করি। তিনি আরও বলেন বিগত বছরের ন্যায় এবারও কলসি নিয়ে ৭ ঘাটে জল ভরা সহ রাধারানীর অভিষেক অনুষ্ঠান আগত ভক্তরা প্রাণভরে দর্শন করে।
এ সম্পর্কে আরও জানতে চাইলে নরোত্তম সংঘের প্রধান পৃষ্ঠপোষক অভিরাম দাস অলক সাংবাদিকদের জানান, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা রাধাষ্টমী ব্রত পালনের উদ্দেশ্যে আমাদের সাথে এসে মিলিত হয়ে এই মহতী অনুষ্ঠানকে আরও প্রানবন্ত করে তোলে। ভক্তদের পদচারনায় এই ৪ দিন মন্দির অঙ্গন মুখরিত থাকে। এবং নারায়ণ রুপে জীবসেবার উদ্দেশ্যে আমরা প্রায় ২ হাজার ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করি যা মানবসেবা হিসেবে বিবেচিত।