রবিবার (২৪ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুরে কোরান তেলায়াত ও হামদনাত প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। ২২ রমজানে রেলওয়ে স্টেশন মসজিদ সংলগ্ন গৌরীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রউফ(মুস্তাকিম) কোরান তেলায়াত ও হামদনাত প্রতিযোগিতা আয়োজন করেন।
উক্ত প্রতিযোগীতায় বিচারকের দায়িত্ব পালন করে তারাকান্দা শাইখুল হাদিস বাহেলা মাদরাসার মুফতি মাওলানা মোঃ নাজিম উদ্দিন, গৌরীপুর বড় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মোস্তাকিম, রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মুফতি যোনায়েদ আহমেদ।
আরও উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিন, তরুণ সমাজ সেবক কামাল হোসেন, হাফেজ আবুল কালাম আজাদ, হাফেজ বাবুল মুন্সী, লামাপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক আঃ রাশিদ, হাফেজ সাইদুর রহমান, হাফেজ বারেক, হাফেজ হোসাইন,মৌলভী আঃ জলিল,হফেজ জাইদুল ইসলাম, ব্যবসায়ী সাইদুর রহমান, বাচ্চু মিয়া প্রমূখ। প্রতিযোগিতাটি ১নং ওয়ার্ডের তিনটি মাদ্রাসা অংশগ্রহণ করে।
মাদ্রাসাগুলো হল, স্টেশন রোডের মাদ্রাসাতুসুফারাহ, ভালুকা আল জামিয়াতুল ইসলামিয়া ও রেলওয়ে স্টেশন খোদাবকশ নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা।
দুটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্টিত হয়। হিফজুল কোরআন ২৯- ৩০ পারায় ৯ জন শিক্ষার্থী ও হামনাত প্রতিযোগীতা ৮ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।