ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্যোগে ক্লাবের সদস্য, শিক্ষক, সাংবাদিক, গবেষক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে গৌরীপুর ধান মহালে ক্লাব কার্যালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, সুপারিনটেন্ডেন্ট (অবঃ) সরকারি টেক্সটাইল ভোকেশনাল, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রহিম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি।
ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো্ জহিরুল হুদার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, কবি নুরুল আবেদিন, সুপক রঞ্জন উকিল প্রমূখ।