ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার (১১ জুন) উপজেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারম্নফের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রম্নবি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান আল ফারম্নক, সালাহ উদ্দিন কাদের রুবেল প্রমুখ।