ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে জাতীয় পার্টির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৬ মে) সকালে মাওহা ইউনিয়নের নয়নগর গ্রামের একটি বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প রাজধানীর উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ও আইসিইউ বিভাগীয় প্রধান এবং জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ এর উদ্বোধন করেন।
এ সময় ডা. মোস্তাফিজুর রহমান আকাশসহ চিকিৎসকরা প্রায় চার শতাধিক নারী-পুরুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন রোগীকে পরীক্ষা ও পরামর্শ দেওয়া হয়। গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ এ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন।