ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১০মার্চ/২০২৪) জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ প্রতিপাদ্য বিষয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে গৌরীপুর দমকল বাহিনীর উদ্যোগে অগ্নিনির্বাপণের কৌশল বিষয়ে গণসচেতনতা ও মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নাজিম উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে আগুন নিভানোর বিভিন্ন কৌশল পরিদর্শন করা হয়।