যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় জাতীয় সংবিধান দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন,গৌরীপুর, ময়মনসিংহ কর্তৃক এ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলার অফিসার্স ক্লাব সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী, সাংবাদিক ফারুক আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, মইলাকান্দা যুবলীগ সভাপতি কামাল পাশা, সংবিধান প্রণয়নের সময়কালীন সাবেক গণ পরিষদ সদস্য হাতেম আলী মিয়ার পুত্র হারুন অর রশীদ প্রমুখ। এসময় গৌরীপুর উপজেলার মহান মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক গণ পরিষদ সদস্য ভাষাসৈনিক সাংবাদিক হাতেম আলী মিয়ার পুত্র হারুন অর রশীদকে একটি সংবিধান উপহার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ। সংবিধান উপহার হিসেবে পেয়ে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন আমি এই অমুল্য উপহার পেয়ে অনেকে গর্ব অনুভব করছি।