ময়মনসিংহের গৌরীপুরে “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” (“Uniting the world against corruption”) শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উপলক্ষ্যে শুক্রবার সকালে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। হারুন পার্ক সংলগ্ন সড়কে মানববন্ধনে অংশ নেন জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকগণ, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক ও ছাত্রী-ছাত্রীরা।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনায় বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাংবাদিক আবু কাউসার চৌধুরী রন্টি প্রমুখ।