শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

গৌরীপুরে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী গুলিবিদ্ধ

সুপক রন্জন উকিল, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে
ময়মনসিংহ জেলার  গৌরীপুরে রাতে দুর্বৃত্তদের হামলায় পায়ে গুলিবিদ্ধ হয়ে স্থানীয় হারুন অর রশিদ (৪০) নামে এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৯ জুন) রাত সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে রামপোগালপুর কটিয়াপুরী ব্রীজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত যুবক গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
হারুন অর রশিদ জানান, ঘটনারদিন রাতে স্থানীয় শিবপুর বাজার থেকে মটর সাইকেলযোগে উল্লেখিত সড়ক দিয়ে বাড়ি যাচ্ছিলেন তিনি। শিবপুর ও রামগোপালপুর মাঝামাঝি স্থান কটিয়াপুরী ব্রীজ সংলগ্ন এলাকায় পৌঁছতেই পেছনে ফলো করে আসা দুটি সিএনজি চালিত অটোরিক্সা তার মটর সাইকেলের গতিরোধ করে। এসময় ৮/১০ জন দুর্বৃত্ত অটোরিক্সা থেকে নেমে অর্তকিতে হামলা চালিয়ে তাকে লোহার রড দিয়ে পিঠাতে থাকে। তখন আত্মরক্ষার্থে হারুন দৌড় দিলে দুর্বৃত্তরা তাকে প্রাণে মেরে ফেলার জন্য গুলি করে। দুর্বৃত্তের সেই গুলি হারুনের ডান পায়ে হাঁটুর নিচে বিদ্ধ হয়। ঘটনার সময় হারুনের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা অটোরিক্সাযোগে পালিয়ে যায়।
আহত হারুনকে ওইদিন রাতে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য পরদিন সোমবার তাকে ঢাকা রেফার্ড করা হয়েছে। হারুন আরও জানান, স্থানীয় প্রতিবেশী একটি পক্ষের  সঙ্গে তার পরিবারের লোকজনের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা-মোকাদ্দমা চলমান রয়েছে। তার ধারনা প্রতিপক্ষের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, এ ঘটনায় এখনো থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে  প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin