
ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে মোছাঃ পপি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের শালীহর কান্দাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের আবুল হাশিমের মেয়ে।
জানা গেছে শুক্রবার সকালে পপি বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে পপিকে ভাসতে দেখে। দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। নিহত শিশুর মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।