ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা সম্পর্কিত সকল অংশীজনদের নিয়ে “কোভিড ১৯ পরিস্থিতিতে সৃষ্ট সমস্যায় প্রান্তিক জনপদে প্রাথমিক শিক্ষার চ্যালেঞ্জ এবং উত্তরণের উপায়” শীর্ষক এক পরিকল্পনা সভা বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। গৌরীপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু রায়হানের সঞ্চালনায় এ পরিকল্পনা সভায় সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, অভিভাবকবৃন্দ, ছাত্র-ছাত্রীরা, শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির সদস্য,পিটিএ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী বলেন, আজকের শিশুই ভবিষ্যতের বাংলাদেশ। তাদের মানসিকভাবে, শারিরীকভাবে মেধায়,প্রজ্ঞায় পরিপূর্ণভাবে গড়ে তুলতে হবে। উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভিন বলেন অভিভাবকগণ এখন অনেক সচেতন। সচেতন অভিভাবকগণ,শিক্ষকগণ এবং আমাদের পারস্পরিক বোঝাপড়া ও আন্তঃসমন্বয়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে।