ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় বীর নিবাস ও মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন এমপি।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে ভাংনামারি ইউনিয়নের অনন্তগঞ্জ বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর বীর নিবাস এবং ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া গ্রামের মুজিব বর্ষের আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করেন।
তিনি উপকারভোগীদের খোজ খবর নেন। তাদের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি মুজিব বর্ষের ঘরের উপকারভোগীদের হাতে উপহার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউএনও হাসান মারুফ, পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, ভাংনামারি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নেজামুল হক প্রমুখ।