
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় যথাযথ আয়োজনের মাধ্যমে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রাম অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী অসিত বর্মন দেব, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম প্রমুখ।
আলোচনায় শেখ রাসেলের জীবন দর্শন নিয়ে বিভিন্ন আলোচনা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।