ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টায় গৌরীপুরের সকল শিল্পী, কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, সংগঠক,সাংবাদিকদের উপস্থিতিতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন গৌরীপুর সংগীত নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হাই। আ্যমিউজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হারুন উর রশিদের সঞ্চালনায় সকল সাংস্কৃতিক ব্যাক্তিরা একতাবদ্ধ হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম কে সভাপতি, গৌরীপুর সংগীত নিকেতনের পরিচালক এম.এ হাই কে সাধারণ সম্পাদক গৌরীপুর শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক হারুন উর রশীদ যুগ্ন সম্পাদক ও বিশিষ্ট সংগীত শিল্পী সন্তোষ দেবনাথকে কোষাধক্ষ্য করে আংশিক একটি কমিটি গঠন করা হয়।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার শুদ্ধ সংগীত বিদ্যায়তনের পরিচালক মোঃ মালেক সরকার, সারেগামা সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রদীপ কুমার সরকার রানা, সাংবাদিক ছড়াকার আজম জহির, ৭নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আমিন জনি, শিল্পী যতীন্দ্র চন্দ্র বর্মন, তপন সরকার, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, সাংবাদিক দিলীপ কুমার দাস, নবীন সংঘের প্রতিষ্টাতা পরিচালক সাংবাদিক সুপক রঞ্জন উকিল, সহ বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও অভিবাবক উপস্থিত ছিলেন