
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় (১০ ফেব্রুয়ারী) শুক্রবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের বাৎসরিক বনভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যাক্তি, শিল্পী ও সংগঠনের নেতৃবৃন্দ গৌরীপুর উপজেলা শিল্পকলা একাডেমির মাঠে এসে জড়ো হতে থাকে। অন্যদিকে সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে মাঠের এক পাশে রান্না বান্নার ব্যবস্থা ও অন্যপাশে শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠান ও আলোচনা সভার প্রস্তুতী চলতে থাকে। ঠিক দুপুর ১ টায় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ এর সঞ্চালনায় মাদক নিরাময়, সন্ত্রাস নিরসন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হয় আলোচনা, নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তিও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি এম এ মালেক সরকার, সাধারন সম্পাদক এম এ হাই, যুগ্ম সাধারন সম্পাদক সুপক রঞ্জন উকিল, সহ সাংস্কৃতিক সম্পাদক তপন সরকার সহ দপ্তর সম্পাদক অমিত সরকার, সহ কোষাধ্যক্ষ নিতাই সরকার, সাংস্কৃতিক সম্পাদক যতীন্দ্র চন্দ্র বর্মন, প্রচার সম্পাদক সুমন এস্, পরিকল্পনা সম্পাদক জহিরুল ইসলাম মাষ্টার, সম্মানিত সদস্য আবু কাউছার চৌধুরী রন্টি, উপদেষ্টা ফিরোজ আহ্ম্মেদসহ প্রমূখ।