জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে (১৭মার্চ) শুক্রবার ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সারাদিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙ্গিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গৌরীপুর এর আয়োজনে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম হাতেম আলী মিয়ার স্মৃতি সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৩ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগীতায় রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্মবোধক গান, ছড়া গান, নৃত্য, কবিতা আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগীতায় বিভিন্ন বিষয়ে প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে। প্রতিযোগীতার শুভ উদ্ভোদন করেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওস্তাদ এম,এ হাই। যুগ্ন সম্পাদক সুপক রঞ্জন উকিল এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ওস্তাদ আব্দুল মালেক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, সম্পাদক মণ্ডলীর সদস্য, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সেলিম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, তপন সরকার, স্বপন তালুকদার, নিতাই সরকার, সুমন এস।
এছাড়াও দিবসটি উপলক্ষে গৌরীপুর উপজেলা প্রশাসনের কর্মসূচীর মধ্যে ছিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টান ও পুরস্কার বিতরণ। উপজেলা প্রশাসন কতৃক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহাম্মেদ এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান প্রমুখ।