বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে গৌরীপুর পৌর শহরের মাছ মহাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় আরও দু’জন যুবদল নেতা মিরাজ ও এমরানকেও আটক করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ সুমন চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।