উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যাঁরা-
১ নং মইলাকান্দা : টানা তৃতীয়বার নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী মোঃ রিয়াদুজ্জামান রিয়াদ (আনারস)।
২নং গৌরীপুর : আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান হয়রত আলী (নৌকা)।
৩ নং অচিন্তপুর : স্বতন্ত্র প্রার্থী মোঃ জায়েদুর রহমান (মটর সাইকেল)।
৪ নং মাওহা : স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল ফারুকের (ঘোড়া)।
৫ নং সহনাটি : আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাউদ্দিন কাদের রুবেল (নৌকা)।,
৬ নং বোকাইনগর : স্বতন্ত্র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আল মুক্তাদির শাহীন (ঘোড়া)।
৭ নং রামগোপালপুর : স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি (আনারস)।
৮ নং ডৌহাখলা : স্বতন্ত্র প্রার্থী এম এ কাইয়ূম (ঘোড়া)।
৯ নং ভাংনামারী : স্বতন্ত্র প্রার্থী মোঃ নেজামুল হক (আনারস)।
১০ নং সিধলা : ফলাফল স্থগিত রয়েছে।