মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উপজেলা রামগোপালপুর ইউনিয়নের তেরশিরা মধ্যপাড়া গ্রামের মৃত মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ মোঃ শফিকুল গুরু (৪৯) কে ০৮ মাস , একই ইউনিয়নের একই গ্রামের মোঃ বারেক মিয়ার পুত্র মোঃ জাহাংগীর (২৮)-কে ০৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে একই সাথে পাচশত অর্থদন্ড ও অর্থদন্ড অনাদায়ে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাসান মারুফ। তিনি জানান, মাদক দ্রব্যের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সার্বিক সহায়তা ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ জেলা কার্যালয়ের ‘খ’ সার্কেলের ইন্সপেক্টর বাবু চন্দন গোপাল সুর ও তার চৌকশ টীম ।