ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ২৩ নভেম্বর মঙ্গলবার মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি উপজেলার সকল দাপ্তরিক কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন। উপজেলার সকল সমস্যা ও তার প্রতিকার বিষয়ে মতবিনিময় সভায় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন হাসান মারুফ, উপজেলা নির্বাহী অফিসার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন আহমেদ সহ আরও অনেকে।