ময়মনসিংহ জেলার গৌরীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক সংবাদের সাবেক উপজেলা প্রতিনিধি, গৌরীপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক কাজী এম.এ মোনায়েম এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৪ এপ্রিল) বিকালে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে স্বরন সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বরন সভায় সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ম, নূরুল ইসলাম, বেগ ফারুক আহমেদ, কমল সরকার, এড, জসিম উদ্দিন আহমেদ, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, প্রমুখ।
উল্লেখ্যা অধ্যাপক কাজী এম.এ মোনায়েম বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএসসিসি) এর অনারারী ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অসংখ্য শিক্ষামূলক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। গৌরীপুর ইতিহাস ঐতিহ্য ও কিংবদন্তী গ্রন্থের লেখকও তিনি।