পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে গৌরীপুর রিপোর্টার্স ক্লাব ও বাংলাদেশ প্রেস ক্লাব গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) গৌরীপুর শহরের প্রাণকেন্দ্র ধান মহালস্থ ক্রিয়েটিভ সন্ধানী বিজ্ঞান ক্লাবে এ ইফতারের আয়োজন করা হয়।
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহমেদ, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার। সিনিয়র সাংবাদিকরাও এতে অংশ নেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক মো রইছ উদ্দিন (দৈনিক যুগান্তর), মো আনোয়ার হোসেন শাহীন, মো. হুমায়ন কবীর, কাজী আব্দুল্লাহ আল আমিন, ফারুক আহাম্মদ, রাকিবুল ইসলাম রাকিব, উবাইদুল রহমান. মোহাম্মদ সাইফুল আলম, সুপক উকিল, আব্দুর রউফ দুদু, মো মহসিন মাহমুদ, সুমন, মিথুন আজমী, আওয়ামী নেতা মো. রমজান আলী মুক্তি,ও ক্লাবের কার্যনির্বাহী সদস্যসহ অন্য সংগঠনের সদস্যবৃন্দ। দোয়া মাহফিল পরিচালনা করেন মীর হোসেন সরকার। ইফতার মাহফিলে সার্থক করার জন্য সংগঠনের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার মাহফিল সফল এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়াও সাধারণ সম্পাদক মো. জহিরুল হুদা লিটন অনুষ্ঠানে সহযোগিতার জন্য কার্যকরি কমিটি এবং পরিচালনা কমিটিকে ধন্যবাদ জানান।