শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নেত্রকোনায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির নেতৃবৃন্দ  নাশকতার মামলায  নেত্রকোনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্র ঢাকা থেকে গ্রেফতার  নানা শ্রেণি পেশার মানুষকে নিয়ে ‘আন্তঃ সীমান্ত নদী, নেত্রকোনা বাসীর প্রত্যাশা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত মদনের সেচ্ছায় তাঁতী লীগের আহবায়কের পদত্যাগ  মদনে ৫ ইউপি চেয়ারম্যান পলাতক নাগরিক সেবা ব্যাহত খালিয়াজুরীতে ঘরের জানালা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে যুবকের মৃত্যু নেত্রকোনার খালিয়াজুরীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন ভাতিজা চাচাকে প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ। নেত্রকোনায় বন্যার কারণে ১৮৬টি বিদ্যালয় বন্ধ ঘোষনা অধরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গবেষক নির্বাচিত

ছাত্রলীগের সহ-সম্পাদক কে এই নেত্রকোণার সাবাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মনোনীত হয়েছেন ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী দেওয়ান সাবাব। তিনি নেত্রকোণা জেলার সন্তান। রবিবার দুপুরে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ছাত্রলীগকে ভালবাসি। জাতির পিতার আদর্শ বুকে ধারন করি। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে একজন ক্ষুদ্র কর্মী। সেই কর্মী হিসেবে এক স্বীকৃতি। আলহামদুলিল্লাহ, সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
দেওয়ান সাবাব ঢাকা বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজেস্টার ম্যানেজম্যান্ট এ্যান্ড ভারনারেবল স্টাডিজের শিক্ষার্থী। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিশ^বিদ্যালয়ে ভর্তি হয়ে এখন তিনি স্নাতকোত্তরে পড়াশোনা করছেন। তিনি বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ২০১৬ সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও নেত্রকোণা আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে মাধ্যমিক পাশ করেন।
এর আগে ২০১৭ সাল থেকে তিনি বিজয় একাত্তর হল ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনের শুরু থেকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে নেত্রকোণা জেলা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচির সাথে সম্পৃক্ত ছিলেন।
দেওয়ান সাবাব নেত্রকোণা জেলা গণগ্রন্থাগার, ক্লাব নটরডেমিয়ান্স, বিজয় একাত্তর হল সাহিত্য সংসদ, নটরডেম কলেজ রাইটার্স ক্লাব সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন।
সাবাবের নানা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত এস এম বজলুল কাদের শাহজাহান নেত্রকোণা সদর উপজেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি। তিনি ২০০৩ থেকে ২০২২ পর্যন্ত ১৯ বছর যাবত এ সভাপতি পদে দায়িত্ব পালন করেন। ছাত্র জীবনে ঢাকা বিশ^বিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য হয়ে রাজনীতি করেন। তিনি তিনবার ইউনিয়ন পরিষদ ও উপজেলার চেয়ারম্যানও ছিলেন।
নানার বড় ভাই প্রয়াত এডভোকেট কে এম ফজলুল কাদের একজন ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা ছিলেন। একাধারে বৃহত্তর ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। নেত্রকোণা জেলা বার কাউন্সিলের তের বছরের সভাপতি ছিলেন ফজলুল কাদের।
দাদা দেওয়ান মজলিশ মোজাফ্ফর হোসেন কলকাতা বিশ^বিদ্যালয়ের ‘গোল্ড মেডেলিস্ট’ ছিলেন। তিনি নেত্রকোণা জেলার ফচিকা ইউনিয়নের চেয়ারম্যান ও ঐতিহ্যবাহী দত্ত উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

মামা সাবেক ছাত্র নেতা ব্যরিস্টার কামরুল কাদের রিপন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সনদ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সহোদর বোন দেওয়ান তাসনিম তাবাস্সুম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে নেত্রকোনা জেলা ছাত্রলীগ এর সভাপতি রবিউল আওয়াল শাওন বলেন-সাবাব আমার এলাকার ছেলে।ছোটকাল থেকেই সে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে সে ছাত্রলীগ এর রাজনীতির সাথে জড়িত।কেন্দ্রীয় ছাত্রলীগ এর সহ-সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা ছাত্রলীগ পরিবার এবং এলাকাবাসী আনন্দিত ।আমরা বিশ্বাস করি সামনের দিনে সে জাতির পিতা বঙ্গবন্ধু ও দেশনেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সে কাজ করে যাবে এই শুভকামনা রইলো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin