জননন্দিত সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসরকে স্কয়ার মাষ্টার বাড়ি নামক স্থানে নাজমুল হাসান আজিমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার সাবেক ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান আজিমের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করে খালিয়াজুড়ি উপজেলার তরুণ প্রজন্ম দলের সাধারণ সম্পাদক মোঃ ছামান নূর আহমেদ গাজীপুর ইউনিয়ন যূবদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, ২নং চাকুয়া ইউনিয়ন যূবদলের সহ সাধারণ সম্পাদক আলিফ নুর,কৃষ্ণপুর কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক লোকমান হেকিম ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তালুকদার ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি মুন্সি মোহাম্মদ সানোয়ার মোকাবির মিয়া,হাবিবুর রহমান,সহ অন্যান্য নেতাকর্মী।