নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন এলাকায় জন্ম নিবন্ধন বিষয়ক সচেতনতা সৃষ্টি করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন কেন্দুয়ার ইউএনও ইমদাদুল হক তালুকদার ।
বুধবার বিকালে কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নে বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি ঘুরে জন মানুষকে জন্ম নিবন্ধন বিষয়ে সচেনতা বৃদ্ধি করতে সচেতনা মুলক বার্তা ও পরামর্শ প্রদান করেছেন। এছাড়াও তিনি কেন্দুয়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে টিমওয়ার্কের মাধ্যমে এ বিষয়ে কাজ করে চলেছেন।
হোম ভিজিটের মাধ্যমে তিনি জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক বিষয়টি সকলকে অবহিত করছেন। এ সময়ের মধ্যে কোন অভিবাবক নিবন্ধন না করলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বিষয়টিও বুঝিয়ে বলছেন।
নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা সমাজসেবা কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাসহ উপজেলা প্রশাসন, কেন্দুয়া টিম জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনিবন্ধিত বাচ্চাদের বাড়ী বাড়ী গিয়ে সচেতনতামূলক বার্তা ও পরামর্শ প্রদান করে চলেছেন।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,এ ধারা সমগ্র উপজেলায় অব্যাহত থাকবে। এ বিষয়ে সর্বস্তরের নাগরিকদের সহযোগীতা কামনা করছি।