ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়নের কাশিমপুর গ্রামে কৃষক মো. লুৎফর রহমানের রোপিত ধানের চারা ঘাস মারার বিষাক্ত ওষুধ স্প্রে করে মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে প্রতিকার চেয়ে কৃষক মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) অভিযোগ দায়ের করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকের রোপিত ধানের চারা বিবর্ণ রঙের হয়ে মরে যাচ্ছে। এ জমির চারপাশের রোপিত ধানের চারাগুলো সবুজ রঙ ধারণ করে বেড়ে উঠছে। কাশিমপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মো. লুৎফর রহমান জানান, জমি নিয়ে আব্দুল কাদির, বাচ্চু মিয়া, খোকন মিয়া ও নয়ন মিয়ার সঙ্গে বিরোধ চলে আসছিলো। এর আগেও রোপিত জমিতে ওরা মই দিয়ে ধানের চারা নষ্ট করে ফেলে। এবার বিষাক্ত ওষুধ দিয়ে ৩৬শতাংশ ভূমিতে রোপিত ধানের চারাগুলো মেরে ফেলা হয়েছে।
ধানের চারা মেরে ফেলার বিষয়টি অস্বীকার করেন আব্দুল কাদিরের পুত্র মো. নয়ন মিয়া। তিনি জানান, এ জমির মালিক আমি। বন্ধকী সূত্রে সাতবছর যাবৎ হালচাষ করে আসছি। আমার জমি আমি মই দিয়েছিলাম। জমির মালিকানা নিয়ে আদালতে মামলা রয়েছে। স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. ফারুক মিয়া জানান, জমি নিয়ে বিরোধ ছিলো। লুৎফুর রহমানের কাগজপত্র দেখে তাকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে। কে বা কারা জঙ্গলমারার ওষুধ (বিষাক্ত বিষ) প্রয়োগ করে রোপিত ধানের চারা মেলে ফেলেছে। তবে বিষয়টা দুঃখজনক। উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি অফিসার সালমা আক্তার জানান, মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগের কারণে ধানের চারায় গোড়াপচে রোপিত ধানের চারা মারা যাচ্ছে।