“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হলো জাতীয় পাবলিক সার্ভিস দিবস – ২০২৩।
রবিবার (২৩ জুলাই) নেত্রকোণা জেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলম সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ।
পরে সমাজ সেবার পক্ষ থেকে ১০জন ক্যান্সার রোগীকে প্রতি জনকে ৫০হাজার টাকা করে ৫ লক্ষ টাকা ও তিন জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।