জাতীয় শোক দিবসের স্মরণে পূর্বধলার স্থানীয় অডিটোরিয়ােম আওয়ামী যুবলীগের নেতা মাজহারুল ইসলাম সোহেল এই শোক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল থেকেই পূর্বধলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের শত শত নেতা কর্মী সোহেলের ব্যানার পেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল করে স্থানীয় অডিটোরিয়ামে জড়ো হয়।
দুপুর ১টার দিকে মাজহারুল ইসলাম সোহেলের নেতৃত্বে একটি বিশাল শোক র্যালী বের হয়। র্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।
শোক সভায় মাজহারুল ইসলাম সোহেল বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতিশীল নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল।
তিনি আরো বলেন, এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে শেখ হাসিনাকে বারবার জয়যুক্ত করতে হবে।