নেত্রকোণায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত “কারার ঐ লৌহকপাট” গানটি ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান কর্তৃক সুর বিকৃত করার প্রতিবাদে নেত্রকোণায় প্রতিবাদ সমাবেশ করেছে আমরা একাত্তর।
১৮ই নভেম্বর শনিবার সকালে নেত্রকোণা শহীদ মিনারের সামনে আমরা একাত্তরের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চুর সভাপতিত্বে এবং সদস্য নিলম বিশ্বাস রাতুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে প্রসঙ্গ কথা উপস্থাপন করেন আমরা একাত্তরের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্রজ গোপাল সরকার,পরে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি কুন্তল সরকার, উদীচী নেত্রকোণা জেলা সংসদের সাধারণ সম্পাদক অসিত ঘোষ,ভাস্কর অখিল পাল, অধ্যাপক হারাধন সাহা,সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ্ এমরান,সমাজকর্মী এডভোকেট উৎপল সরকার, সমাজকর্মী এডভোকেট তাপস সরকার, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক চিন্ময় তালুকদার প্রমুখ।
এসময় জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত “কারার ঐ লৌহকপাট” গানের সুর বিকৃতির তৃীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিকৃত সুর প্রত্যাহার এবং এ-আর- রহমানকে ক্ষমা চাওয়ার আহবান জানান