শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনায় বিএনপির বর্ণাঢ্য আনন্দ  শোভাযাত্রা ও আলোচনা সভা 

সিনিয়র রিপোর্টার এ কে এম আব্দুল্লাহ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেড় যুগ পর নেত্রকোণায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৭ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় বর্ণাঢ্য র‍্যালিটি ছোট বাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়।
এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহকারে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এসে জড়ো হয়।
আনন্দ শোভাযাত্রায় সবচেয়ে বেশি  আকর্ষনীয় দিক ছিলো, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো সেজে কোমলমতি দুটি শিশুর অংশ নেয়া এবং সড়কের দুই পাশে দাড়িয়ে থাকা উৎসুক জনতাকে হাত নাড়িয়ে অভিনন্দন জানানো।
জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন খান, সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জিপি এডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল,  জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা যুবদলের ১নং সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিকদলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা তাতী দলের সভাপতি সাইফ উদ্দিন আহমদ লেলিন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু শ্যামল ভৌমিক, জেলা ছাত্রদলের সভাপতি সারোয়ার আলম এলিন ও সাধারণ সম্পাদক অনীক মাহাবুব চৌধুরীসহ অংগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন এবং সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 khobornetrokona
Developed by: A TO Z IT HOST
Tuhin