ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শোক দিবস পালনে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ সোমবার (১৫ আগস্ট) শোক দিবসের আলোচনা ও দোয়া শেষে উপজেলা পরিষদ পাবলিক হলে অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুরা হলো : জাতীয় পতাকা অংকনে ওয়াহিব ইরাম,শ্রেয়সী বসাক,আস্থা (ক-গ্রুপে), বঙ্গবন্ধুর ছবি অংকনে মোঃ ইফতে সামনূর জাহিদ,ইফতি, সাদমান সাকিব (খ-গ্রুপে),হামদ নাতে মাহজাবিন ফেরদোউস অপ্সরা, জান্নাত আরা, সাবিহা জাহিদ (ক-গ্রুপে), দেশাত্ববোধক গানে শাহিন মিয়া, মাহজাবিন ফেরদৌস অপ্সরা, পৃথিলা সরকার (খ-গ্রুপে), কবিতা আবৃত্তিতে শ্রেষ্ঠাশ্বরী দাস,আতিয়া ফাইরোজ (ক-গ্রুপে), জান্নাতুল ফেরদৌস প্রীতি, প্রত্যয় কুমার দাস, আফনান আদ্রিত (খ-গ্রুপে),উপস্থিত বক্তৃতায় যারিন সোবাহ পৌসী,মাহিন উর রশিদ, মাহদী হাসান (ক-গ্রুপে),মালিহা তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস প্রীতি(খ-গ্রুপে),রচনা প্রতিযোগিতায় যারিন সোবাহ পৌসী, তাহসিন সরকার অর্পণ, খাদিজাতুল সাদিয়া (ক-গ্রুপে), প্রত্যয় কুমার দাস তাশদিয়া হাক্কাত তায়িবা, সুবর্ণা আক্তার শশী (খ-গ্রুপে) যথাক্রমে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, আওয়ামী-লীগ নেতা ম নুরুল ইসলাম, শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী ও উপজেলার সকল কর্মকর্তা।